বেশ কিছুদিন চুপ থাকার পর কাশ্মীরের লাদাখ সীমান্তে ফের চীনা সেনারা তৎপর হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন কারেছর চিনের পিপলস লিবারেশন আর্মি। এনডিটিভি জাতীয় সুরক্ষা উপদেষ্টার সূত্র উল্লেখ করে বলেছে, পূর্ব লাদাখের দিকে অনেকটাই এগিয়ে এসেছে চিনা সেনারা। যদিও সপ্তাহ খানেক আগে ভারত ও চীনের মধ্যে সম্মানজনক সমঝোতা হয়েছিল যে দু পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা প্রত্যাহার করবে। কিন্তু চিন তা রক্ষা করছে না।
সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি আরো জানিয়েছে, শুধু সীমান্ত বরাবর ৪০ হাজার সেনা নয়, চিন যুদ্ধ সরঞ্জাম ও আকাশ হামলার প্রস্তুতি নিয়ে ঘাঁটি গড়ার নিশান পাওয়া গেছে। এর ফলে ভারতের সামনে করোনা সংক্রমণের মতো চিনা সেনারা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে চিনা সেনারা লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ঢুকে ২০ জন ভারতীয় সেনাকে হত্যা করলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর সেনা পর্যায়ের বৈঠকে সমঝোতা হওয়ায় কিছুদিন শান্ত থাকলেও ফের উত্তেজনার দিকে এগোচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct