রাজধানী শহর দিল্লিতে ভয়াবহ দাঙ্গার পাঁচ মাস পেরিয়ে গেছে। ওই দাঙ্গায় প্রায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং হাজার খানেক সম্পত্তি লুঠ ও ধ্বংস করা হয়েছে। যাদের সম্পত্তি ভাঙচুর বা ধ্বংস করে দিয়েছে দাঙ্গাবাজরা সে রকম ৩২০০ পরিবার ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল দিল্লি সরকারের কাছে। ওই সব আবেদনের মধ্যে ৯০০ টি খারিজ করে দেওয়া হয়। সে দাঙ্গার পাঁচ পরে এখনো অবশ্য প্রায় ৭০০ ক্ষতিপূরণের আবেদন পড়েই রয়েছে। জানা গেছে, যে ৩২০০ ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছিল তার মধ্যে ১৭০০টি অনুমোদিত হয়েছে। ইতিমধ্যে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের প্রায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পূর্ব দিল্লিতে ভয়াবহ দাঙ্গা হয়। সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই দাঙ্গার সূত্রপাত। সে সময় স্থানীয় এক বিজেপি নেতা বলেছিলেন, সিএএ আন্দোলনকারীরা তিন দিনের মধ্যে সাড়ে না গেলে এলাকা কগালি করে দেবেন। তার পরেই এই দাঙ্গার সূত্রপাত হয়। এই দাঙ্গায় ইন্ধন দেওয়ার অভিযোগ রায়েসিগে যেমন স্থানীয় বিজেপি নেতার, তেমনি এক আপ বিধায়কের বিরুদ্ধেও দাঙ্গার অভিযোগ রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct