রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলটকে নিয়ে জট এখনো কাটেনি। বিজেপি তাকে নিতে মুখিয়ে থাকলেও এখন শচীন পাইলট সে দিকে পা বাড়াননি। কংগ্রেসের সঙ্গে এখনো বোঝাপড়ার দিন শেষ হয়ে আসেনি। তাকে নির্দিষ্ট সময়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি না দিলে পরবর্তী পদক্ষেপ করবেন শচীন। কংগ্রেসের তরফে মিটমাতের চেষ্টা হলেও তা প্রায় বিফলে বলা যেতে পারে। এই সন্ধিক্ষণে শচীন পাইলট মানহানি মামলার নোটিশ পাঠালেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক গিরিরাজ সিং মালিঙ্গাকে। বারি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসা মালিঙ্গা অভিকগ করেছিলেন কংগ্রেস ছাড়ার জন্য শচীন পাইলট তাকে ৩৫ কোটি টাকার অফার দিয়েছিলেন। সেই মন্তব্যের বিরুদ্ধে শচীন পাইলট আইনি নোটিশ পাঠালেন মালিঙ্গাকে। মঙ্গলবার রাতে শচীন পাইলট তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্ৰুপে জানিয়েছেন, সংবাদ মাধ্যমের সামনে তার সম্বন্ধে মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে। তাই এই আইনি নোটিশ। যদিও কংগ্রেস বিধায়ক মালিঙ্গা জানিয়েছেন, এই ঘুষ দেওয়ার অফারের কথা তাকে বলেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক পাইলট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct