শুধু আমাদের দেশ ভারত নয়, করোনা মোকাবিলায় প্রায় অসহায় হয়ে পড়ছে বিশ্বের বহু দেশ। এ দেশে বহু ক্ষেত্রে দেখা গেছে করোনা আক্রান্ত হয়ে মৃতদের লাশ নির্মমভাবে ফেলে দেওয়া হচ্ছে। দাহ করার লোক নেই। ছুঁড়ে দিচ্ছে মৃতদেহ। সেই রকম পরিস্থিতি দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায়। গত পাঁচদিনে বলিভিয়ায় রাস্তা এবং বাড়ি থেকে ৪০০টির বেশি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহগুলোর মধ্যে ৮৫ শতাংশই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার বলিভিয়া পুলিশের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
এ ব্যাপারে বলিভিয়ার জাতীয় পুলিশের পরিচালক কর্নেল ইভান রোজাস জানিয়েছেন, মরদেহগুলোর মধ্যে ১৯১টি উদ্ধার হয়েছে কোচাম্বা মেট্রোপলিটন এলাকা থেকে। এছাড়া বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে উদ্ধার হয়েছে ১৪১টি মরদেহ। পাশপাশি বলিভিয়ার সবচেয়ে বড় শহর সান্তা ক্রুজ থেকে ৬৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে ৮৫ শতাংশই করোনায় আক্রান্ত অথবা উপসর্গে মারা গেছেন। আর বাকিরা সংঘর্ষ অথবা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত বলিভিয়ায় করোনা আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার ২১৮ জন মারা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct