বৃষ্টিতে ভেঙে পড়ল প্রায় দুশো বছরের পুরনো এক ঐতিহাসিক মসজিদের গম্বুজ। তবে ওই মসজিদটি কলকাতার নয় রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত মুবারাক বেগম মসজিদ। প্রবল বৃষ্টিতে ধসে পড়েছে ২০০ বছর পুরানো ঐতিহাসিক ওই মসজিদের ছাদ। এর ছাদের কেন্দ্রে থাকা গম্ভুজটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লাল পাথর দিয়ে তৈরি মুবারাক বেগম মসজিদটি ১৮২৩ সালে নির্মিত হয়েছিল। এটি নির্মানের পেছনে থাকা ঐতিহাসিক গল্পের কারণে এটি বেশ বিখ্যাত মসজিদ ছিল। ওল্ড দিল্লিযে যে কটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে এই মসজিদ অন্যতম। গত রোববার ধরে তুমুল বৃষ্টি হচ্ছে ভারতের রাজধানীতে। এতে সেখানে প্রাণ হারিয়েছেন ২ জন। ধসে পড়েছে অনেক গাছ ও ভবনও। এরমধ্যে রয়েছে ওই মসজিদটিও। মসজিদের ৪৫ বছর বয়স্ক ইমাম মোহাম্মদ জাহিদ জানান, সকাল ৬ টা ৪৫ এর দিকে বিকট শব্দ করে গম্ভুজটি ধসে পরে। আমি তখন মসজিদের মধ্যে ঘুমাচ্ছিলাম। ঘটনার পর থেকে মসজিদ বাদ দিয়ে খোলা জায়গায় নামাজ পড়ানো হচ্ছে। জাহিদ ২০০৪ সাল থেকে মসজিদে কাজ করছেন। তিনি জানান, ২০১৬ সালে সর্বশেষ এর মেরামত করা হয়েছিল। এরপর থেকে তিনি একাধিক বার ওয়াকফ বোর্ডের কাছে চিঠি লিখেছেন এর মেরামতের অনুরোধ জানিয়ে। ওয়াকফ বোর্ডকে ভারত সরকার অর্থায়ন করে দেশটির মুসলিম স্থাপনার দেখভাল করার জন্য। তবে তারা কোনো ধরণের মেরামত করেনি আর। এর প্রেক্ষিতেই ধসে পড়েছে মসজিদের একাংশ। এমনটাই তার ধারণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct