মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার মুসলিমরা যাকে ভোট দেবেন তা নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। মুসলিম বিদ্বেষী হিসেবে ট্রাম্প পরিচিত হয়ে ওঠায় মুসলিমরা যে তাকে ভোট দেবেন না এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সেই ইঙ্গিত সত্যি জারে আমেরিকার মিমরা জানিয়ে দিল তাদের সমর্থন আর ট্রাম্পের ডিজে থাকছে না। তাই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির মুসলিম কমিউনিটি। ২০ জুলাই সোমবার এ কমিউনিটির একদল প্রভাবশালী নেতা তার প্রতি এ সমর্থন ব্যক্ত করেন।
সংবাদ সংস্থা সূত্র জানিয়েছে, সমর্থন জানানো ব্যক্তিদের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর এবং আন্দ্রে কারসন, মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসনের নামও রয়েছে। ইলহান ওমর ইতোপূর্বে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সিনেটর বার্নি স্যান্ডার্সকে সমর্থন দিয়েছিলেন। তবে সম্প্রতি স্যান্ডার্স দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে মেনে নিলে ইলহান ওমরও তাকে সমর্থন দেন।
সংবাদ সংস্থা এ ব্যাপারে জানিয়েছে, তারা হাতে পেয়েছে বাইডেনকে সমর্থন জানিয়ে পাঠানো মার্কিন মুসলিম নেতৃবৃন্দের একটি চিঠি। ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে হোয়াইট হাউজ থেকে ট্রাম্পকে হটিয়ে দেওয়া এবং এমন কাউকে তার জায়গায় স্থলাভিষিক্ত করা, যে আমাদের জাতিকে সুস্থ করে তোলার কাজ শুরু করতে পারবেন। বাইডেন প্রশাসন জাতিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের বিশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct