দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সুবির্ধাতে আরও এক বার এগিয়ে আসলো। অনেক গুলি পরিষেবা এবার এটিএমসের সঙ্গে সংযুক্ত করেছে। করোনা আবহে ব্যাঙ্কের মধ্যে ভিড় কমানোর জন্যে এই পরিষেবা চালু করা হয়েছে। গ্রাহকরা এবার থেকে বিনামূল্যেই ডেবিট কার্ডের মাধ্যমে নিকটবর্তী এটিএমে ১০টি পরিষেবা পেয়ে যাবে।
জেনে নিন ATM এর মাধ্যমে নতুন কী কী পরিষেবা পেতে চলেছেন গ্রাহকরা...
১) কর জমা দেওয়া: এতদিন আয়কর জমা দেওয়ার জন্য আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট অথবা থার্ড পার্টি কোন ওয়েবসাইট ব্যবহার করতে হতো। তবে এখন থেকে এই সুবিধা মিলবে এটিএমে৷ এবার SBI গ্রাহকরা এটিএম কার্ডের মাধ্যমে আয়কর দিতে পারবেন আপনিও৷
তবে এটা করার জন্য প্রথমে আপনাকে ওয়েবসাইট বা ব্রাঞ্চে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে এরপর এটিএম এর মাধ্যমেই প্রয়োজনীয় ট্যাক্স দিতে পারবেন। আয়কর জমা দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হলে CIN নম্বর পাওয়া যাবে। ট্যাক্স জমা হওয়ার ২৪ ঘণ্টা পরে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে CIN এর মাধ্যমে চালান প্রিন্ট করতে পারবেন ৷
২) ফিক্সড ডিপোজিট: দীর্ঘমেয়াদী প্রকল্পে টাকা জমা রাখার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট করার জন্য এত দিন ব্যাঙ্কে যেতে হতো। কিন্তু এখন এটিএম থেকেই করা যাবে ফিক্সড ডিপোজিট। এটিএমের স্ক্রিনে ফিক্সড ডিপোজিট অপশনে ক্লিক করে দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য টাকা জমা করতে পারবেন গ্রাহকরা। এমনকি এই প্রকল্পে টাকা জমার করার সময় কত টাকা, কত দিনের জন্য জমা করতে চাইছেন সেই সব অপশন বেছে নেওয়া যাবে অতি সহজেই।
৩) যেকোনো পলিসির প্রিমিয়াম জমা করা যাবে: LIC, HDFC লাইফ ও SBI লাইফের মত পলিসির প্রিমিয়াম এতদিন অনলাইনে বা এজেন্টদের হাত দিয়ে জমা করতে হতো। তবে এবার ATM-এর মাধ্যমেই জমা করে দিতে পারবেন। আপাতত LIC, HDFC লাইফ ও SBI জীবন বীমা এই তিনটি সংস্থার ক্ষেত্রে মিলছে সুবিধা। এখানে আপনাকে বিল পে অপশনে গিয়ে পলিসি বিভাগ সংস্থার অপশনটি সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার পলিসি নম্বর ও আপনার সম্বন্ধে কিছু তথ্য যেমন জন্ম তারিখ, মোবাইল নম্বর দিতে হবে তারপর প্রিমিয়ামের টাকার সঠিক পরিমাণ দিয়ে প্রিমিয়াম জমা করতে পারবেন।
৪) সহজেই লোন: এবার লোনের জন্য ব্যাঙ্কে ছুটে যাওয়া দরকার নেই। SBI ATM থেকেই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা। নানান বেসরকারি ব্যাংক তাদের গ্রাহকদেরকে এটিএম এর মাধ্যমে pre-approved পার্সোনাল লোন দিচ্ছেন।
৫) টাকা ট্রান্সফার: SBI ফের পুরনো পরিষেবাটি ফিরিয়ে এনেছে। আগের মতোই আবার এটিএম-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন ৷ তবে একবারে ৪০,০০০ টাকা পর্যন্ত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠানো যাবে। টাকা পাঠানোর আগে অবশ্যই গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট অথবা ব্রাঞ্চ থেকে রেজিস্টার করতে হবে।
৬) ক্যাশ ডিপোজিট: এবার থেকে ক্যাশ ডিপোজিট করার জন্য ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার দরকার নেই। এবার থেকে ক্যাশ ডিপোজিট করতে পারেন আপনার নিকটবর্তী এটিম থেকে। এই বন্দোবস্ত অনুযায়ী এখন থেকে ৪৯,৯০০ টাকা পর্যন্ত এককালীন জমা করা যাবে। টাকা জমা করার ক্ষেত্রে ২০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার নোট ব্যবহার করা যাবে।
৭) বিল জমা দেওয়ার সুবিধা: টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে অন্যান্য মোবাইল পোস্ট পেড বিল সবই এখন থেকে জমা করা যাবে এসবিআইয়ের এটিএমের মাধ্যমে।
৮) মোবাইল রিচার্জ: এবার থেকে এটিএম থেকে প্রিপেড মোবাইল রিচার্জ করাতে পারেন।
৯)ATM থেকে টাকা দান: মন্দির থেকে স্বেচ্ছাসেবী সংস্থাকে এখন এসবিআইয়ের এটিএম থেকেই টাকা দান করা যাবে।
১০) চেক বুকের আবেদন: এবার থেকে এটিএম থেকে চেক বুকের জন্য আবেদন জানাতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct