ধর্মপ্রাণ মুসলিমরা আরবি রমজান মাস জুড়ে রোজা বা উপবাস করে থাকে। কিন্তু তা কখনো ৩০ দিনের বেশি পেরোয় না। কারন মুসলিমরা চান্দ্র মাস অনুসরণ করে চান্দ্র
মাস ৩০ দিনের বেশি হয় না। কিন্তু আরবের এক জলবায়ু গবেষক বলছে একই বছরে দুবার রমজান মাস পড়ায় রাখতে হবে ৩৬টি রোজা। তাই আগামী ২০৩০ সালে মুসমানদের ৩৬ দিন রোজা রাখতে হবে। এই খবরটি জানিয়েছেন সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল-মুসনাদ।
সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইট তিনি লিখেছেন, এমন ঘটনা যা বার বার পুনরাবৃত্তি হয় না, মুসলমানরা ২০৩০ সালে ৩৬ দিন রোজা রাখবে।কারণ ২০৩০ সালের শুরুতে এবং শেষে অর্থাৎ দুইবার পবিত্র রমজান মাস আসবে। ১৪৫১ হিজরির রমজান শুরু হবে ২০৩০ সালের ৫ম জানুয়ারিতে এবং আশাকরা হচ্ছে, এই পবিত্র মাসটি ৩০ দিনে পূর্ণ হবে।
কেন ৩৬টি রোজা তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মুসনাদ বলেছেন, এর কারণ হচ্ছে চন্দ্র বছর সৌরবর্ষের তুলনায় ১১ দিন কম হয়। অর্থাৎ সৌরবর্ষ ৩৬৫ দিন এবং চান্দ্র বছর ৩৫৪ দিন। এ জন্যই এমনটা ঘটছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct