রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিল, তাদের তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে নিরাপদ। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি-এর উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। ওই ট্রায়ালে যে ১৮ জন অংশ নিয়েছিলেন তারা ভালো আছেন। তাদেরকে ১৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের কোনো স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়নি। এক ভিডিওতে শ্বেতলানা ভোলচিকিনা নামে এক গবেষক দাবি করেন, ওই স্বেচ্ছাসেবকদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কাজ করছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ওরা সকলেই এখন করোনা ভাইরাস থেকে সুরক্ষিত। জানা গিয়েছে, করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়া দ্বিতীয় দলটি বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তাদেরকে ২৩ জুন ভ্যাকসিন দেওয়া হয়েছে। জুলাইয়ের শেষ নাগাদ তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct