ভারতের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরও পূর্ব লাদাখে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণভাবে সেনা সরাতে নারাজ চীন। আর এই আবহে ভারতও নিজেদের দাবিতে অনড়। এর মাঝে ৩০০ কোটি টাকার জরুরি অস্ত্র ও সরঞ্জাম কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সশস্ত্র বাহিনীকে ছাড়পত্র দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি মাসের গোড়ায় রাজনাথের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকেই সশস্ত্র বাহিনীকে এ ব্যাপারে বিশেষ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, 'এর ফলে আগামী ছ'মাসের মধ্যে অস্ত্র-সরঞ্জামের অর্ডার দিতে পারা যাবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct