নীল নদের ওপর বিতর্কিত জল বিদ্যুৎকেন্দ্রের জন্য জল নেওয়া শুরু করেছে ইথিওপিয়া। এ নিয়ে মিশর ও সুদানের সঙ্গে বিরোধ আরও চরম আকার ধারণ করছে। নীল নদ থেকে বিদ্যুৎকেন্দ্রের জন্য জল প্রত্যাহার করা শুরু করেছে ইথিওপিয়া। বিদ্যুৎকেন্দ্রের জন্য বিশাল জলাধারটিতে ভরা হচ্ছে এই জল। ইথিওপিয়ার জল মন্ত্রী সেলেশি বেকেলে বিষয়টি নিশ্চিত করেন। স্যাটেলাইট চিত্রেও দেখা যাচ্ছে, জলাধারের জলের স্তর বাড়তে শুরু করেছে। নীল নদের ওপরে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের শুরু থেকেই বিরোধিতা করে আসছে মিশর ও সুদান। এদিকে কোনো ধরনের চুক্তি ছাড়া নীল নদের ওপর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও চালু করার ব্যাপারে সতর্ক করেন মিসরের বিদেশমন্ত্রী সামেহ শোউকরি। ১৯২৯ সালের একটি চুক্তি এবং পরবর্তীতে ১৯৫৯ সালের আরেকটি চুক্তিতে মিসর এবং সুদানকে নীল নদের জলের প্রায় সমস্ত অধিকার দেওয়া হয়। যদিও পুরোনো এসব আইন মানতে ইচ্ছুক নয় ইথিওপিয়া, কারণ তাদের ব্লু নীলের জল নীল নদে সবচেয়ে বেশি অবদান রাখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct