পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর শহরে জয়নাব নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার জন্য ইমরান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে সন্ত্রাস বিরোধী একটি আদালত।
লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক শেখ সাজ্জাদ ধর্ষণ ও হত্যার তিনটি মামলায় রায় ঘোষণা করেছেন।
জয়নাবসহ সাত শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার মধ্যে তিন শিশুকে হত্যা মামলায় এ রায় ঘোষণা করা হয়।আদালত ৫ বছর বয়সী আয়েশা, ৮ বছর বয়েসী লায়বা এবং ৭-বছর বয়সী নূর ফাতিমা'র ধর্ষণ ও হত্যার জন্য আলীকে মৃত্যুদণ্ডের মোট ১২ টি মৃত্যুদণ্ড দিয়েছে। অভিযুক্তকে এছড়াও ৬০ লাখ টাকা জরিমানা ও ৩০ লাখ টাকা দিয়ত (রক্ত টাকা) দিতে বলা হয়েছে।
গত বছরের ৯ জানুয়ারি পাঞ্জাবের দক্ষিণের কাসুর শহরের একটি ময়লার ভাগাড় থেকে ছোট্ট জয়নবের মৃতদেহ উদ্ধার করা হয়। ৪ জানুয়ারি থেকেই নিখোঁজ ছিল জয়নব। পরে জানা যায়, মক্তবে কোরআন পড়া শেষে বাড়ি ফেরার পথে সে অপহৃত হয়। ওমরাহ পালন করতে ওই সময় তার বাবা-মা সৌদি আরবে ছিলেন।