করোনার দুঃসময়ে গাছকে আলিঙ্গন করার বার্তাই প্রচার করছে ইসরায়েলের নেচার অ্যান্ড পার্কস অথরিটি। মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ায় যে মন খারাপ তৈরি হচ্ছে, তার সমাধানেই এই উপায় বের করেছে ইসরায়েল প্রশাসন। এতে মানুষের সঙ্গে সামাজিক দূরত্বও বজায় থাকবে, আবার নিজেকে একাও মনে হবে না। সুখে-দুঃখে প্রিয় বন্ধুর মতোই ছুটে গিয়ে জড়িয়ে ধরতে পারবেন কোনও গাছকে। অ্যাপোলোনিয়া ন্যাশনাল পার্কে দাঁড়িয়ে নেচার অ্যান্ড পার্কস অথরিটির মার্কেটিং ডিরেক্টর ওরিট স্টেইনফিল্ড জানিয়েছেন, ‘অপ্রিয় করোনা ভাইরাসের সময়ে আমরা বিশ্বের সব মানুষের কাছে অনুরোধ করব প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থাকতে। প্রাণ ভরে নিঃশ্বাস নিন, প্রয়োজনে গাছকে জড়িয়ে ধরুন। এভাবেই নিজের ভালোবাসা প্রকাশ করুন।' নেচার অ্যান্ড পার্কস অথরিটির উদ্যোগে আয়োজিত একটি ট্যুরে অংশ নিয়েছিলেন বারবারা গ্রান্টের মতো প্রকৃতি প্রেমীরা। পার্কের গাছকে আলিঙ্গন করেই তারা এই উদ্যোগের সূচনা করলেন। করোনা সংক্রমণের ভয়ে দীর্ঘ সময়ে নিজের আদরের নাতি-নাতনিকে জড়িয়ে ধরে আদর করতে পারেননি বারবারা। তাই গাছকেই আলিঙ্গন করে নিজের মনের কষ্ট কিছুটা হালকা করলেন।