সন্তান হয়েও করোনা সন্দেহে রাস্তায় বয়স্ক পিতাকে ফেলে পালালো ছেলে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই ঘটনা ঘটে। গত কয়েকদিন এক ব্যাক্তি শ্বাসকষ্ট ও জ্বর-ঠাণ্ডায় ভুগছিলেন। ওই ব্যাক্তির নাম ছোবহান। তার করোনা হয়েছে এমন সন্দেহ হওয়ায় ছেলে নজরুল ইসলাম পিতাকে সন্ধ্যার পর বাড়ি থেকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার কথা বলে রওনা দেয়। এরপর পাষণ্ড ছেলে বাবা ছোবহানকে উল্লাপাড়া পৌর শহরের বাস টার্মিনালের কাছে পরিত্যক্ত জায়গায় রেখে চলে যায়। চলে যাবার সময় ছেলে পিতাকে বলে, ‘বাবা তুমি এখানে এক রাত থাকো, কাল এসে তোমাকে নিয়ে যাব। বাবা ছেলের কথায় বিশ্বাস করে সেখানেই শুয়ে থাকে। ওই বৃদ্ধকে গভীর রাতে একা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মানবিকতার হাত বাড়িয়ে বৃদ্ধকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং চিকিৎসাসেবা নিশ্চিত করেন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, রাত সাড়ে ১২টার দিকে অসহায়ভাবে ফেলে রাখা ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। বিষয়টা খুবই দুঃখ জনক, একটা ছেলে বাবাকে রাতের আধারে পরিত্যক্ত জায়গায় ফেলে যেতে পারে এটা কল্পনাও করা যায় না। ' ওই বৃদ্ধের ছেলেকে ধরার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে বাড়ি থেকে পালিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct