সুইজারল্যান্ডের আল্পসে একঘন্টার মধ্যেই বিধ্বস্ত হয়েছে দুটি বিমান। প্রথম বিমানটি আল্পস এলাকায় একটি জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে, তাতে একই পরিবারের অন্তত ৪ জন প্রাণ হারায়। বিমানটি স্থানীয় হওয়ায় ঠিক কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি।
দ্বিতীয় বিমানেটি ‘জেইউ-এয়ার’ এর জেইউ-৫২ অন্তত ১৭জন যাত্রী ও দু’জন চালক নিয়ে ভেঙে পড়ে, তাতে আরো অন্তত ১৯জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘রয়টার্স’।
পুলিশ এক বিবৃতিতে জানায়, পাঁচটি হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উভয় বিমান বিধ্বস্তের ঘটনাটি ইতোমধ্যেই তদন্ত করা শুরু হয়েছে বলেও প্রশাসন দাবি করেছে।