কাজের চাপ, অবসাদের ফলে অল্প বয়সেই অনেকের চুল পেকে যায়। আবার অনেক ক্ষেত্রেই জিনগত কারণে অর্থাৎ পারিবারিক সূত্রে অল্পবয়সে চুল পেকে যাওয়ার ধাঁচ রয়েছে। কারোর ক্ষেত্রে চুল পেকে যাওয়ার পিছনে রয়েছে পেটের সমস্যা। কিছুক্ষেত্রে ড্রায়ারের ব্যবহার, স্টাইলিং প্রোডাক্টের ব্যবহার, রোদে বেশি ঘোরাঘুরির কারণেও চুল পেকে যায়। এবার সহজেই আটকানো যেতে পারে কম বয়সে চুল পেকে যাওয়ার ঘটনা।অকালপক্কতা নিরাময়ের জন্য একটি পাতা অত্যন্ত কাজে আসে কারি পাতা। এই কারি পাতা যদি চুলের গোড়ায় লাগানো যায়, তা পুষ্টি বৃদ্ধি করে। নতুন চুলও গজায়। চুলের স্বাস্থ্যও ভাল থাকে। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন কারি পাতার হেয়ার মাস্ক। এটার জন্য প্রয়োজন দু টেবিল চামচ নারকেল তেল, ১০-১২টি কারি পাতা। প্রথমে নারকেল তেল গরম করে নিতে হবে। এরপরই পাতাগুলো দিয়ে দিতে হবে। পাতার গন্ধ ও পুষ্টিগুণ যাতে পুরোপুরি তেলের সঙ্গে মিশে যায়, সেই সময়টুকু দিতে হবে। অন্তত ২০ মিনিট। এর পর তেল পুরোপুরি ঠাণ্ডা হয়ে গেলে ঈষদুষ্ণ তেল ভাল করে মাথার চুলে ও চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে। সারারাত সেই তেল মাথায় রেখে পরদিন শ্যাম্পু করা যেতে পারে। একই সঙ্গে জলে পাতিলেবু দিয়ে কন্ডিশনিংও করে নিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct