তারা নতুন ধরণের ক্ষেপাণাস্ত্র আনছে বলে জানিয়েছে, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন । সৌদি আরবের কয়েকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোর পর নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করার ঘোষণা করল হুথি আন্দোলন। ইয়েমেনের মোরাল গাইডেন্স ফর মিডিয়া অ্যাফেয়ার্সের উপ পরিচালক ব্রিগেডিয়ার আবদুল্লাহ বিন আমের এই হামলার প্রশংসা করেন। হুথি আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের গভীরে খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটি এবং জিজান ইন্ডাস্ট্রিয়াল জোনে অবস্থিত একটি তেল সংশোধনাগারের পাশাপাশি আবহা, জিজান ও নাজরান প্রদেশের বিমানবন্দর এবং সামরিক কার্যালয়ে হামলা চালায়। এছাড়া, ইয়েমেনের মা'রিব প্রদেশে সৌদি সেনাদের একটি ক্যাম্পেও হামলা চালায় হুথি সমর্থিত সেনারা। ইয়েমেনের ফাতির ক্ষেপণাস্ত্র আগের অভিযানগুলোর মতো এবারের অভিযানে ইয়েমেনি সেনারা একটি মাত্র ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বরং কয়েক রকমের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা হয়েছে। ব্রিগেডিয়ার আমের বলেন, 'দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর রক্তক্ষয়ী আগ্রাসন চালানোর জবাবে এসব হামলা চালানো হয়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct