হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে বঙ্গবিজেপির হিংসা ছড়ানোর অভিযোগ নিয়ে আগামিকাল অর্থাত্ বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দরাস্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেস৷ রাজ্যের শাসক দলের তরফে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন৷ কাল সকাল ১১ টায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন তিনি।
সোমবার হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করে আসছে বিজেপি। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেবেন্দ্রনাথ আত্মহত্যা করেছেন উল্লেখ করা হয়েছে, ময়না তদন্তের খবরও "সাজানো" বলেও দাবি করেছে বিজেপি। দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর তদন্ত করছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি৷
আজ সকালে (মঙ্গলবার) দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বঙ্গ বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, বাবুল সুপ্রিয়, সাংসদ রাজু বিস্ত ও স্বপনকুমার গুপ্ত।বাংলায় আইনের শাসন নেই বলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন তাঁরা। রাষ্ট্রপতির কাছে তাঁরা সিবিআই তদন্তের দাবি জানান, পাশাপাশি পশ্চিমবঙ্গের ‘রাজনৈতিক হিংসা’র বিশদ খতিয়ান রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct