পরিসংখ্যান বলছে, সম্প্রতি ভারতে বাঘের সংখ্যা একটু হলেও বেড়েছে। এই প্রাণীর বিশেষ প্রজাতির একমাত্র সদস্যও ভারতেই রয়েছে। বিষয়টি মনে করিয়ে দিয়েছেন আইএফএস পারভিন কাসওয়ান। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ূরেশ হেন্দ্রের তোলা সোনালি বাঘের একটি ছবি পোস্ট করেন তিনি। এখন সেই ছবিই ভাইরাল। পোস্ট করে তিনি জানান, এই সোনালি বাঘ রয়েছে আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কে। এ বিষয়ে পারভিন বলেছেন, ' এই সোনালি বাঘ আসলে রয়্যাল বেঙ্গল টাইগারই। জিনগত পরিবর্তনের কারণে রং হয়েছে সোনালি।' চিত্রগ্রাহক ময়ূরেশ বাঘটির নাম দিয়েছেন গোল্ডি। পারভিন আরও বলেন, ' এমনিতে চিড়িয়াখানায় বা ব্যাঘ্র প্রজনন কেন্দ্রে সোনালি বাঘ রয়েছে। কৃত্রিমভাবে প্রজনন করানো হয়। কিন্তু খোলা বনে গোটা দুনিয়ায় একটিও নেই। সেটি রয়েছে আসামে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct