করোনার সংক্রমণ ছড়ানো রোধ করতে মাস্ক পরা উচিত কি উচিত নয়, এটা নিয়ে নানা দেশে বিতর্কের শেষ নেই। ব্রিটেনেও চলছে এই নিয়ে আলোচনা।বিশেষ করে যখন ব্রিটেনে এখন লকডাউন শিথিল করে সবকিছু খুলে দেওয়া হচ্ছে। তাদের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, 'ইংল্যান্ডে দোকানের ভিতরে সবার মাস্ক পরা উচিত। তবে এটি পরা বাধ্যতামূলক করার জন্য কিছু করতে হবে কীনা, সেটা নিয়ে সরকার আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে।' ব্রিটেনের বই বিক্রির বড় চেইন স্টোর ওয়াটারস্টোনসের প্রধান বলেছেন,' মাস্ক পরা বাধ্যাতামূলক করা হলে সেটি হবে যুক্তিসঙ্গত একটি পদক্ষেপ। তবে কেউ এটা মানছে কীনা সেটা দেখার দায়িত্ব দোকান কর্মচারিদের ওপর বর্তানো ঠিক হবে না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct