শুরুর তুলানায় বর্তমানে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। তবে যারা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠছেন তারা আবারও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। প্রথমবারের মতো এতো ভয়ঙ্করভাবে নয়। এক বছর পর ফের আক্রান্ত হতে পারেন। সেটি হবে সাধারণ ঠান্ডার লাগার মতো অবস্থা। এছাড়াও সুস্থ হওয়ার কয়েক মাসের মধ্যেই এই ভাইরাসের অ্যান্টিবডি উধাও হয়ে যেতে পারে। ব্রিটেনের গবেষকদের করা এক গবেষণায় এই তথ্য জানা গিয়েছে। গবেষণায়, বিজ্ঞানীরা ইংল্যান্ডের গাইস ও সেন্ট থমাস হাসপাতালের ৯০ জনের বেশি রোগী ও স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বিশ্লেষণ করেছেন। করোনার লক্ষণগুলো শুরুর প্রায় তিন সপ্তাহ পরে ভাইরাসটিকে ধ্বংস করতে পারে এমন অ্যান্টিবডির স্তর খুঁজে পেয়েছেন গবেষকরা। তারপর সুস্থ ব্যক্তির করোনাপ্রতিরোধী অ্যান্টিবডি দ্রুত হ্রাস পেতে থাকে। গবেষণায় দেখা গিয়েছে, করোনার গুরুতর আক্রান্তের ক্ষেত্রে অ্যান্টিবডি লেভেল বেশি তৈরি হয়। সেই সঙ্গে দীর্ঘকাল স্থায়ীও হয়। রক্ত পরীক্ষায় দেখা গিয়েছে, ৬০ শতাংশ মানুষ ভাইরাসের সঙ্গে লড়াই করার শক্তিশালী অ্যান্টিবডি রয়েছে। কিন্তু তিন মাস পরে মাত্র ১৭ শতাংশর মধ্যে এই ভাইরাস প্রতিরোধ করার ক্ষমতা ছিল। বাকিদের মধ্যে করোনাপ্রতিরোধী অ্যান্টিবডি পাওয়া যায়নি। তিন মাসের মধ্যে অ্যান্টিবডির স্তর ২৩ গুণ কমেছে। আর কিছু ক্ষেত্রে বিলীন হয়ে গিয়েছে অ্যান্টিবডি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct