এবছর মুসলিমদের পবিত্র তীর্থ যাত্রা হাজ সীমিত ভাবে হচ্ছে। সৌদি হাজ মন্ত্রক জানিয়ে শুধুমাত্র সৌদি নাগরিকদের মধ্যে দেড় হাজার জনকে হাজওর অনু।এটি দেওয়া হবে। আর কোনো বিদেশ থেকে হাজ যাত্রীকে হজের অনুমতি দেওয়া হবে না। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে সতর্কতা হিসেবে সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এবারের হজে ওইসব হজযাত্রীদের মুজদালিফা, মিনা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। এ নির্দেশ অমান্য করলে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে হাজিদের। হাজিরা যে কালো পাথর বা হাজরে আসওয়াদে চুম্বন করে থাকেন তার অনুমতি নেই। কেউ কাবা শারীফ স্পর্শ করতে পারবে না। সৌদি ধর্ম মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, করোনা সংক্রমণ রোধে নেয়া সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা অমান্য করলে শাস্তির বিধান অনুমোদন দিয়েছে সরকার।
বলা হয়েছে, আগামী ২৮ জিলকদ (১৯ জুলাই) থেকে জিলহজের ১২ তারিখ (২ আগস্ট) পর্যন্ত অনুমতি ছাড়া নির্দিষ্ট পবিত্র স্থানে (মুজদালিফা, মিনা ও আরাফাত) প্রবেশ করে নিষেধাজ্ঞা অমান্য করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি হবে দ্বিগুণ। কাবা স্পর্শও নিষিদ্ধ এবারের হজে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct