মার্চ মাসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল। তারপর করোনার কারণে বন্ধ ছিল ক্রিকেট। করোনা-পরবর্তী সময়ে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সাউদাম্পটননে সামাজিক দূরত্ব বিধি মেনে দুই দল খেলতে নামে বুধবার। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টে সিরিজে শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডার দাপটে প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে গেলে ক্যারেবিয়ানরা।
বুধবার টসে জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২০৪ রানে অলআউট হয়ে যায়। ইংলান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছিলেন অধিনায়ক বেন স্টোক। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন হোল্ডার।
এক নজরে দেখে নিন সংক্ষিপ্ত স্কোর-
প্রথম ইনিংস:
ইংল্যান্ড - ২০৪ /১০
ওয়েস্ট ইন্ডিজ - ৩১৮ /১০
দ্বিতীয় ইনিংস
ইংল্যান্ড - ২৮৪/১০
ওয়েস্ট ইন্ডিজ - ২০০/৬
ফলাফল - চার উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংসে চার উইকেট ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা নিবার্চত হন শ্যানন গ্যাব্রিয়েল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct