লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে চরম উত্তেজনা চলছে।গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক রয়েছে দুই দেশের সেনারা। চীনকে সামলানোর প্রস্তুতিতে কোনও কমতি রাখতে চাইছে না ভারতীয় বিমান বাহিনী। তাই সীমান্তের পাশেই বিমানঘাঁটি থেকেই মাঝেমধ্যেই উড়ে যাচ্ছে সুখোই-৩০এমকেআই, মিগ-২৯এসের মতো যুদ্ধবিমান। সামরিক ভূমিকা পালনের নিজেদের আরও তৈরি করে নিচ্ছে বিমান বাহিনীর সেনারা।গালওয়ান সংঘর্ষের পর থেকেই লাদাখ এবং সংলগ্ন এলাকায় বেড়েছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের আনাগোনা। জানা যাচ্ছে, সমস্ত যুদ্ধবিমান সীমান্তে হাজির করেছে ভারত। সেখানে রাশিয়ার বিমানের সমকক্ষ শক্তিশালী যুদ্ধ বিমানও আনা হয়েছে। এছাড়া মার্কিন যুদ্ধবিমান সি-১৭ , সি-১৩০জে বিমানও দেখা যাচ্ছে ওই এয়ারবেসের আকাশে। পণ্য পরিবহণকারী বিমানে করে চীনের বিরুদ্ধে মোকাবিলার জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাদের কাছে প্রয়োজনীয় প্রতিটা জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে। পূর্ব লাদাখ এলাকায় যুদ্ধবিমান অ্যাপাচে- এর মাধ্যমে সেনাদের সবরকমের উপকরণ পৌঁছে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct