কেন জাপানে কোভিড-১৯-এ মৃত্যুর সংখ্যা এত কম? অনেকে বলছে, এর পিছনে রয়েছে জাপানীদের মন-মানসিকতা, তাদের সংস্কৃতি। কেউ কেউ বলছেন, জাপানিদের ইমিউনিটি অসাধারণ। করোনায় জাপানে মৃত্যুর হার যে সর্বনিম্ন তা কিন্তু নয়। মৃত্যুর খুবই কম হার নিয়ে ওই এলাকায় বরং গর্ব করার মত দেশগুলো হল দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং এবং ভিয়েতনাম। যদিও চলতি বছরের গোড়ার দিকে, জাপানে মৃত্যুর সংখ্যা ছিল ওই সময়ে সার্বিকভাবে গড় মৃতের হারের চেয়ে কম। এপ্রিল মাসে সম্ভবত কোভিডের কারণে টোকিও-তে গড় মৃত্যুর হার ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় এক হাজার বেশি। তারপরেও বছরের প্রথম দিকের হিসাবের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে, জাপানে এ বছর মোট মৃত্যুর সংখ্যা ২০১৯এর থেকে কম হওয়ার সম্ভাবনাই বেশি।
এটা খুবই বিস্ময়কর, কারণ কোভিড-১৯ মৃত্যুর হার বাড়ার অনেকগুলো সম্ভাবনা জাপানের ক্ষেত্রে রয়েছে। অথচ জাপান কিন্তু তার প্রতিবেশি দেশগুলোর মত সর্বশক্তি দিয়ে এই ভাইরাস মোকাবেলায় নামেনি। তাহলে অন্যান্য অনেক দেশের মত সীমান্ত বন্ধ না করে, কঠোর লকডাউন না দিয়ে, ব্যাপক হারে পরীক্ষা না চালিয়ে আর কড়া কোয়ারেন্টিন না দিয়েও জাপান কীভাবে মৃত্যুর সংখ্যা এত কম রাখতে পারলো? জাপানের উপ প্রধানমন্ত্রী তারো আসোর কথা যদি আপনি বিশ্বাস করতে চান, তাহলে তার মত হল এটা জাপানীদের 'আদর্শ আচরণের' কারণে। তিনি বলেন, ' জাপানের সাফল্যের কারণ নিয়ে অন্য দেশের নেতারা তাকে প্রশ্ন করেছিলেন। তার উত্তরকে অনেকেই অবশ্য কিছুটা তির্যক মনে করেন- সেটা ছিল, 'আমি তাদের বলেছিলাম, 'আপনার এবং আমার দেশের মানুষের আচরণের মধ্যে পার্থক্য রয়েছে।' তারা শুনে চুপ করে গিয়েছিলেন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct