করোনা ঠেকাতে ঘরের বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার কথা জানাল, ব্রিটেনের জাতীয় বিজ্ঞানবিষয়ক একাডেমি। রয়াল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ভেঙ্কি রামাকৃষ্ণান বলছেন, 'জনবহুল জায়গায় যখনই কেউ যাবেন তখনই তার মাস্ক পরা উচিত।' তার কথায়, এতে যিনি মাস্ক পরছেন তিনিও নিরাপদ থাকবেন এবং তার কাছাকাছি যারা আছেন তারাও সুরক্ষা পাবেন।একাডেমি বলছে, 'মাস্ক পরতে না চাওয়াকে মদ খেয়ে গাড়ি চালানোর মতই খারাপ চোখে দেখা উচিত।' একসময় 'হু' বলেছিল, মাস্ক পরার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। কিন্তু জুন মাসে তারা তাদের পরামর্শে পরিবর্তন এনে বলে, ' যেখানে সামাজিক দূরত্ব রক্ষা সম্ভব নয় সেরকম প্রকাশ্য স্থানে মাস্ক পরা উচিত।' বিজ্ঞানীরা বলেন, 'মানুষের শ্বাস-প্রশ্বাস নেওয়া, কথা বলা, বা হাঁচি-কাশি দেওয়ার সময় নাক-মুথ দিয়ে যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলের কণা বেরিয়ে আসে তার মাধ্যমেই করোনা ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct