সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে আটকে পড়া বহু কাজের লোক খুব কষ্টে জীবনযাপন করছেন। এক প্রতিবেদনে জানা গিয়েছে, বাড়ির কাজের লোক হিসেবে কর্মরত ৯ আফ্রিকান মহিলা লকডাউনের কারণে যখন চাকরি হারালেন। তখন নিয়োগকারী দালাল কয়েকটা পাতলা মাদুর দিয়ে তাদের একটি খালি ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রেখেছিল। তাদের কেউ কেউ মার্চ থেকে সেখানে রয়েছেন। একজন সাত মাসের গর্ভবতী হলেও প্রসূতি সেবা পাচ্ছেন না। আরেকজন মানসিকভাবে এমন বিপর্যস্ত হয়ে পড়েন যে নিজের কাপড় ছিঁড়ে ফেললে তাকে দেওয়ালে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওই মহিলারা জানাচ্ছেন, তাদের দিনে একবার খাবার দেওয়া হয়। তাও পশুর মতো খাবার সামনে ছুড়ে দেওয়া হয়। তাদের মধ্যে কেনিয়া থেকে আসা আপিসাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান, ‘আমরা সবাই আতঙ্কিত। এখানকার পরিবেশ মোটেই ভালো না। কেউ আমাদের আওয়াজ শুনতে পায় না।' বহু আরব দেশে পরিবারগুলো গাড়ি চালানো, ঘর পরিষ্কার রাখা এবং শিশু ও প্রবীণদের যত্ন নেওয়ার জন্য এশিয়া ও আফ্রিকা থেকে আসা লাখ লাখ প্রবাসী কর্মীর ওপর নির্ভর করে। তাদেরকে কম বেতন দিয়ে রাখা হয়, মানবাধিকার গোষ্ঠীগুলো একে দীর্ঘদিন ধরে ‘শোষণ ও নির্যাতনমূলক'হিসেবে বর্ণনা করে আসছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct