লাদাখের ঘটনার জেরে ‘বয়কট চায়না' প্রচারে সামিল হল হিরো সাইকেলস।চীনের সঙ্গে ৯০০ কোটি টাকার বাণিজ্য চুক্তি বাতিল করেছে তারা।লাদাখ ইস্যুর পরই দেশজুড়ে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে অনেকে। বাতিল হয়েছে একের পর এক চীনা অ্যাপ। বিভিন্ন সরকারি কাজে যুক্ত চীনা সংস্থাকে দেওয়া বরাতও বাতিল করা হয়েছে। জার্মানিতে শো রুম খুলছে হিরো। সেখান থেকে ইউরোপের নির্দিষ্ট কয়েকটি দেশের বাজার ধরার পরিকল্পনা রয়েছে তাদের। হিরো সাইকেলসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জাল জানিয়েছেন, আগামী তিন মাসের জন্য পণ্য ও কাঁচামাল সরবরাহ করা নিয়ে চুক্তি করা হয়েছিল চীনা সংস্থার সঙ্গে। কিন্তু লাদাখে চীনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই চুক্তি আমরা একতরফাভাবে বাতিল করছি।' এই ঘোষণা পরেই সোশ্যাল মিডিয়ায় হিরো সাইকলেসকে ধন্যবাদ জানানো হয়েছে।