তেলের বদলে জল দুর্গাপুরের পেট্রোল পাম্পে!
তেলের বদলে জল দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের একটি পেট্রল পাম্পের বিরুদ্ধে। শনিবারের ঘটনা। ইঞ্জিনে জল চলে যাওয়াতেবিকল হয়ে যায় প্রায় ৯টি গাড়ি ও ১০টি বাইক। প্রতিবাদে গাড়ি মালিকরা পাম্পে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ পাম্প গিয়ে পাম্প বন্ধ করে দেয়। আটক করে এক কর্মীকে। অভিযুক্ত দয়ানন্দ পেট্রল পাম্পে ক্ষতিগ্রস্ত গাড়ি গুলির ক্ষতিপুরণ দেওয়া আশ্বাস দিয়েছে।
গাড়ি মালিকদের অভিযোগ, এদিন তাঁরা গাড়িতে তেল ভরে কিছুদূর আসার পর গাড়ি বন্ধ হয়ে যায়। পরে সার্ভিস সেন্টার থেকে লোক এসে দেখেন গাড়ি থেকে তেলের বদলে জল বেরোচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যায় গাড়িগুলি। এরপর সবাই ক্ষতিপূরণের দাবিতে পাম্পে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর দেওয়া হয় পুলিশে। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্ধ করে দেয় পাম্প। পাম্পের ম্যানেজার বাপি চ্যাটার্জি বলেন, “একটা ভুল হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে সারানোর দায় নিলাম আমরা।”