এবার শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণ আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বেলজিয়ামের মুসলিমরা। হিজাববিরোধী আইন বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখার ঘোষণা দেওয়ার তারা এই বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভকারীরা সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট-বেলজিয়ামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। ৬ জুলাই ব্রাসেলসের একটি উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত বিক্ষোভে অন্তত চার হাজার মুসলিম অংশগ্রহণ করে। এই সময় বিক্ষোভকারীদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন দেখা যায়। সেখানে লেখা ছিল—' হিজাব মানব অধিকার', ‘কোথায় আমাদের স্বাধীনতা?’, ‘যথেষ্ট হয়েছে' স্লোগান। বিক্ষোভে অংশ নেওয়া এক মহিলা জানান, বেলজিয়ামে বসবাসরত মুসলিম মহিলারা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে নানা সময় বৈষম্যের শিকার হয়। বেলজিয়াম কর্তৃপক্ষকে আইন প্রণয়নে মুসলিমদেরও বিবেচনায় রাখতে অনুরোধ জানায় তারা। এর আগে গত জুনের শুরুর দিকে বেলজিয়ামের সাংবিধানিক আদালতের রায়ের অনুকূলে ফ্রান্সিসকো ফেরার ইনস্টিটিউট তাদের ক্যাম্পাসে হিজাবসহ সব ধর্মীয় প্রতীক নিষিদ্ধের বৈধতা পায়। একই সঙ্গে উচ্চ বিদ্যালয়েও হিজাব নিষিদ্ধের সম্ভাবনার বিষয়টি উল্লেখ করেন আদালত। এর পর থেকেই ব্রাসেলসের বিভিন্ন মানবাধিকার সংস্থা আদালতের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তা বাতিলের দাবি জানিয়ে আসছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct