বানরের ওপর করোনার ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে থাইল্যান্ড।স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে ইদুঁরদের ওপর এই ভ্যাকসিনের পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা সফল হয়েছে। এরপরেই বানরের ওপর ভ্যাকসিনের পরীক্ষার কাজ শুরু হয়। থাইল্যান্ডের উচ্চশিক্ষা, বিজ্ঞানমন্ত্রী সুভিট মেয়সিনসি জানান, বানরের ওপর পরীক্ষা সফল হবে বলেই আশা করা হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। তারপর বৃহত্তর পদক্ষেপের কথা অর্থাৎ মানব শরীরে পরীক্ষার কাজ শুরু করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। মানব জাতির স্বার্থে এই পরীক্ষা শুরু করা হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। তার নির্দেশেই কাজ শুরু হয়েছে ও গোটা বিশ্বের লড়াই থাইল্যান্ডও সামিল বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী। ভ্যাকসিনম ট্রায়ালের কথা ঘোষণা করেছিল থাইল্যান্ড। গোটা বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ রুখতে ১০০-রও বেশি ভ্যাকসিনের ওপর কাজ চলছে। পরের বছরই করোনা ভ্যাকসিন মিলবে বলে মনে করা হচ্ছে। থাইল্যান্ডের দুটি কোম্পানি এই ভ্যাকসিন তৈরির কাজ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct