করোনা মহামারীতে আফ্রিকা মহাদেশের প্রায় ৫ কোটি মানুষ মারাত্মক রকমের দুর্ভিক্ষে পড়তে পারে। এই তথ্য জানিয়েছে, আফ্রিকান উন্নয়ন ব্যাঙ্ক।এক প্রতিবেদনে উঠে এসেছে, আফ্রিকা মহাদেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এরইমধ্যে আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে কম আয়ের মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। এফপি জানিয়েছে, ওশেনিয়া অঞ্চলের পরেই আফ্রিকা মহাদেশ হচ্ছে করোনা ভাইরাসের মহামারীতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত অঞ্চল। এ মহাদেশে এ পর্যন্ত পাঁচ ৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে এবং ১১,৭০০ মানুষ মারা গেছে। তবে করোনা ভাইরাস মোকাবেলার জন্য যে লকডাউন ঘোষণা করা হয়েছে তাতে আফ্রিকা মহাদেশের স্বাস্থ্যব্যবস্থা এবং মানুষের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব ধরনের মানুষের আয় রোজগার কমে গেছে। এছাড়া মহামারী করোনা ভাইরাসে মহাদেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ হয়ে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct