করোনা থেকে মুক্ত হওয়ার পর আবার সংক্রমণ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায়। গত এক সপ্তাহে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ায় মেলবোর্ন শহরের লকডাউন করা হচ্ছে। বুধবার মধ্যরাত থেকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের ৩০টির বেশি এলাকায় তৃতীয় ধাপের লকডাউন জারি হয়েছে। এবারে ৬ সপ্তাহের জন্য জারি করা হয়েছে লকডাউন।
আর এই মেলবোর্নেই টি-২০ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মেলবোর্নেই লকডাউন জারি হওয়ার ফলে, ২০২০ টি-২০ বিশ্বকাপ বাতিল হওয়া শুধু মাত্র সময়ের আপেক্ষা। সূত্রের খবর, খুব শীঘ্রই ২০২০ টি-২০ বাতিলের কথা সরকারিভাবে ঘোষণা করতে চলেছে ICC।
বেশ কয়েক দিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের ঝুকি অস্ট্রেলিয়া সরকার পোয়াতে চায় না। তা সত্বেও এখন পর্যন্ত বিশ্বকাপ বাতিলের কথা ঘোষণা করেনি আইসিসি। আইসিসি র্কতা মনে করেছিল, করোনা পরিস্থিতির উন্নতি হলে বিশ্বকাপ আয়োজন করার শেষ চেষ্টা করে দেখার।
ICC বিশ্বকাপ বাতিল করলে খুলে যেতে পারে IPL-এর দরজা। সরকারি ভাবে বিশ্বকাপ বাতিল হলে আয়োজনে আর কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে দেশের মাটি IPLআয়োজন সম্ভব না হলে বিসিসিআই এর কাছে বিদেশের মাটিতে IPL আয়োজনের সুযোগ রয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী ও শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের নাম ভাবা হচ্ছে।