গত ১৫ জুন শোকস্তব্ধ হয়েছিলো গোটা দেশ, ওইদিন চিনের বর্বোরচিত আক্রমণে শহিদ হয়েছিল কর্নেল সন্তোষবাবু সহ ১৬ নম্বর বিহার রেজিমেন্টের মোট কুড়ি জন ভারতীয় জওয়ান। শহিদ ২০ জন সেনাকে শ্রদ্ধা জানিয়ে এই নির্মম কাহিনিই বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ছবিতে ২০ জন ভারতীয় জওয়ানের আত্মত্যাগের গল্প সহ থাকবে ভারত-চিন সংঘর্ষ, এবং শহিদ ভারতীয় জওয়ানদের না জানা অনেক গল্প।ছবিটি প্রযোজনা করবেন অজয়ের প্রযোজনা সংস্থা এফএফ ফিল্মস।
তবে ছবির সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। কবে ছবির শ্যুটিং শুরু হবে, কিংবা ছবির নামই বা কী হবে। অজয় দেবগণ নিজে এই ছবিতে অভিনয় করবেন কিনা তাও জানা যায়নি। ছবি পরিচালনা কে করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে ছবির চিত্রনাট্য লেখা শুরু হয়ে গিয়েছে। এর আগে সীমান্তের সংঘর্ষ নিয়ে বানাও "উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক", "বর্ডার" এর মতো দেশাত্ববোধক ছবি বক্স আফিসে দারুণ সাফল্য লাভ করেছে। এবং নিঃসন্দেহে বলা যেতে পারে ২০ জন ভারতীয় জওয়ানের আত্মত্যাগের গল্প রুপোলী পর্দায় দেখার জন্য দেশ আপেক্ষায় থাকবে।