করোনা কারণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ রয়েছে। ফলে পড়ুয়াদের এখনও পড়াশোনার একমাত্র মাধ্যম হয়ে উঠছে অনলাইন ক্লাস। কিন্তু আমাদের দেশে এমন অনেক রয়েছে যেখানে টিভি নেই। আবার এমন এনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের স্মার্টফোন নেই। বিশেষ করে আদিবাসী-উপজাতিদের। ফলে অনলাইন ক্লাস করতে অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের।
আদিবাসী উপজাতির কথা মাথায় রেখে নয়া উদ্যোগ নিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। নিজের সংসদ এলাকায় আদিবাসী উপজাতির পড়ুরাদের আনলাইন ক্লাস করতে যেন কোনো আসুবিধা না হয় তাই তাঁদের কথা মাথায় রেখে কেরলের ওয়েনাড়ে এলাকায় ১৭৫টি স্মার্ট টিভি পাঠালেন রাহুল গাঁধী।
কিছুদিন আগেই তিনি ৫০টি স্মার্ট টিভি পাঠিয়ে ছিলেন। আর এবার ১৭৫টি। দুই দফাতেই জেলা প্রশাসনের হাত দিয়ে টিভি পাঠানো হয়েছে রাহুল গান্ধির তরফে বলে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct