ব্রিটিশ সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল ভারতবর্ষের কলকাতা। সেই সময় সড়ক পথে ২০ হাজার ৩০০ মাইল অতিক্রম করে লন্ডনে পৌঁছে যেত কলকাতা থেকে বাস।খুব বেশি বছর আগেও নয়। ভারত থেকে তখন বিদায় নিয়েছে ব্রিটিশ শক্তি। গত শতাব্দীর ষাটের দশকে। এটাই ছিল পৃথিবীর দীর্ঘতম বাসরুট। প্রায় ১৫ বার লন্ডন থেকে কলকাতা যাতায়াত করেছিল সেই ডাবল ডেকার বাস। পোশাকি নাম ‘অ্যালবার্ট’। আর চার বার লন্ডন থেকে কলকাতা হয়ে ছুটেছিল অস্ট্রেলিয়ার সিডনি। বিশ্বাস না হলেও, এটাই সত্যি। লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে ছাড়ত সেই বাস। কয়েক জন যাত্রীর সেই বাস ধরার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার পরেই সামনে এল সেই পৃথিবীর দীর্ঘতম বাস রুটের ইতিহাস।যাতায়াতের খরচ নেহাত কম ছিল না। কলকাতা থেকে লন্ডন যাওয়ার এক পথের ভাড়া ছিল তখন ৮৫ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৭ হাজার ৮৮৯ টাকা। দোতলা বাসের একতলায় ছিল খাওয়ার জায়গা, পড়ার জায়গা। শোওয়ার জন্য ছিল বাঙ্ক। বাসের ভিতর গরম রাখার জন্য হিটারও ছিল। মূলত লন্ডন থেকে অষ্ট্রেলিয়ার সিডনিতে সস্তায় চলাচলের জন্য এই বাস সার্ভিস চালু হয়। এই বাসে করে যাত্রীরা সরাসরি কলকাতা যেতেন। তারপর তাদের জাহাজে করে সিডনি নিয়ে যাওয়া হত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct