এবার লাদাখ সীমান্তের চিনের সঙ্গে ভারতীয় সেনার উত্তেজনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি বলেন, 'কয়েকটি অ্যাপ বাতিলই যথেষ্ট নয়, আমরা চিনকে উপযুক্ত জবাব দিতে চাই। দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে, তাতে তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন দেবে।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'এটা বিদেশ মন্ত্রণালয়ের বিষয়। আমরা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়ে আসছি। কিন্তু একদিকে আমাদের আগ্রাসী হতে হবে, অন্যদিকে কূটনৈতিক প্রক্রিয়াও জারি রাখতে হবে।' ভারত-চীন সীমান্তে উত্তেজনা চরমে। এরইমধ্যে দুই দেশের পক্ষ থেকে সেনা পর্যায়ের বৈঠকেও উত্তেজনা নিরসনের তেমন কোনো সমাধান সূত্র মেলেনি। এর মাঝেই বেইজিংকে ধাক্কা দিতে ভার্চুয়াল স্ট্রাইক করেছে দিল্লি।নিরাপত্তার স্বার্থে ৫৯টি চীনা অ্যাপকে বাতিল বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct