কাশ্মীরে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়ে রাস্তায় পড়ে রয়েছেন দাদু। সঙ্গে থাকা তিন বছরের শিশু নাতির অবশ্য সে সব বোঝার ক্ষমতা নেই যে দাদুর কি হয়েছে?তাইতো অবুঝ মনে কাঁদতে কাঁদতে দাদুর উপরে বসেই দাদুকে ডাকছিল। করোনা মহামারির মধ্যেই ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে।নিরাপত্তা বাহিনীর উপর হঠাৎ হামলা করে সন্ত্রাসীরা। এতে নিহত হন স্থানীয় এক বাসিন্দা। মৃত ব্যক্তির সঙ্গে থাকা শিশু নাতি অবুঝ মনে নিথর দেহের উপর বসে ডাকছিল দাদু বলে।জম্মু-কাশ্মীরে আচমকাই নিরাপত্তা বাহিনীর টহলদারি ভ্যান লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা এবং তাদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের। সেই সময় ওই জঙ্গি হামলার শিকার হয়ে প্রাণ হারান স্থানীয় এক বাসিন্দা।জানা গিয়েছে, জঙ্গি হামলা চলাকালীন সময় শ্রীনগর থেকে হান্দোয়াড়া যেতে নাতিকে সঙ্গে নিয়ে একটি চারচাকার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু শ্রীনগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বারমুল্লা জেলার সোপরেই সন্ত্রাসী হামালায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সঙ্গে থাকা মাত্র বছর তিনেক বয়সের শিশু নাতি বুঝতেই পারে না হঠাৎ কী হল তার দাদুর। রক্তে মাখামাখি দাদুর শরীর ধরেই টানাটানি শুরু করে সে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct