অবশেষে তালিকা প্রকাশ করলো চিন। যে চারটি মার্কিন সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেচে তারা, নাম প্রকাশ করেছে। চারটি সংবাদমাধ্যমকে কর্মচারী ও অন্যান্য বিষয়ে বিশদ প্রকাশের সাত দিনের সময় দেওয়া হয়েছে। চিনা বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'সম্ভাব্য তালিকায় থাকা চারটি সংবাদমাধ্যম হল দ্যা অ্যাসোসিয়েট প্রেস, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, সিবিএস, এনপিআর। এর পাশপাশি চারটি রাষ্ট্রীয় গণমাধ্যমকেও নিষেধাজ্ঞার আওতায় রাখা যেতে পারে। চিনের পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চীনা মিডিয়া সংস্থাগুলোর উপর অযৌক্তিক নিপীড়নের বিরুদ্ধে সম্পূর্ণ প্রয়োজনীয় প্রতিরোধ বলা হচ্ছে।প্রথম শ্রেণির সংবাদমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের চিনা কর্মীদের ছাটাই করার নির্দেশ দেওয়ার পরে, বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ওয়াশিংটন পোস্টের হয়ে কর্মরতদের বহিষ্কার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct