আবারও লাদাখ সীমান্তে সেনা মোতায়েন শুরু করল চিন।জানা যাচ্ছে, পিপলস লিবারেশন আর্মি নিয়ন্ত্রণরেখা বরাবর ফের ২০ হাজারেরও বেশি ট্রুপ বা সেনা মোতায়েন করেছে। পূর্ব লাদাখে এই সেনা মোতায়েনের মত ঘটনা ঘটেছে। চিন সেনার গতিবিধি কড়া নজরে রাখছে নয়াদিল্লি। পাশাপাশি ঝিজিয়াং প্রদেশেও ১০-১২ হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে খবর।সেখানে রাখা হয়েছে অত্যাধুনিক সাঁজোয়া গাড়ি ও ভারি অস্ত্র। প্রয়োজন পড়লে এই সামরিক শক্তি ৪৮ ঘন্টারও কম সময়ে সীমান্তে পৌঁছতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে। নয়াদিল্লির উচ্চপদস্থ এক আধিকারিক জানান, চিনা আর্মি দুটি ডিভিশনে ভাগ হয়ে পূর্ব লাদাখ সেক্টরে জড়ো হয়েছে। এক একটি ডিভিশনে ১০ হাজার করে সেনা জওয়ান রয়েছে।উত্তর ঝিজিয়াং প্রদেশেও মোতায়েন করা হয়েছে সেনা। যা সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার ভিতরে হলেও দ্রুত সীমান্তে বাকি সেনাকে সাহায্য করতে সক্ষম। ভারতীয় সীমান্তে চিনা সেনা যাতে কোনওভাবেই অনুপ্রবেশ না করতে পারে, তার জন্য সর্তক ভারতীয় সেনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct