দেশজুড়ে আনলক ২ প্রক্রিয়া শুরু হয়ে গেলেও করোনা সংক্রমোণের হার বেড়ে চলেছে, রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা ১৮,০০০ ছাড়িয়েছে। এর মধ্যেই করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টাইনে পাঠনো হল, রাজ্যসভার সংসদ তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুরকে।
প্রসঙ্গত করোনায় আক্রান্ত হয়েছেন মালদহ জেলা তৃণমূলের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের আদিবাসী সংগঠনের নেত্রী সরলা মূর্মু ও তাঁর স্বামী। মালদাহ জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে ২৭ জুলাই সরলা ও অন্যান্য নেতাদের সঙ্গে দলের একটি বৈঠকে যোগ দেন মৌসম নুর।
সরলা মূর্মু ও তাঁর স্বামী করোনা আক্রান্ত হবার পর বুধবার মালদাহ জেলা স্বাস্থ্য দফতর পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত থাকা প্রতেক তৃণমূল নেতা-নেত্রীদের হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়। সেই তালিকায় নাম রয়েছে মৌসম বেনজির নুর সহ জেলার একাধিক শীর্ষ তৃণমূল নেতাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct