আনলক ২ পর্ব চালুর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে রেশন নিয়ে বড়ো সড়ো ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নভেম্বর পর্যন্ত সাধারণ জনতাকে বিমানমূল্যে রেশন দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ করোনা পরিস্থিতিতে এতদিন দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে তিন মাসের রেশন দিয়েছে কেন্দ্র সরকার। বিনামূল্যে রেশনের মেয়াদ দীপাবলি ও ছটপুজো পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন নমো।
প্রত্যেক পরিবারকে এক মাসে এক কেজি করে ছোলা দেওয়া হবে৷ প্রধানমন্ত্রীর মতে, এটাই উপযুক্ত সময় এক রাষ্ট্র এক রেশন কার্ডের জন্য পদক্ষেপ নেওয়ার। তাই পর্বের সূচনায় বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে ৮০ কোটি দেশবাসী ৫ কেজি করে চাল অথবা গম পাবেন৷ ফ্রিতে দেওয়া হবে রেশন৷ এই সুবিধা পৌঁছে দিতে ৯০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মোদি৷ এছাড়াও তিনি জানিয়েছেন কৃষককের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা জমা করে দিয়েছে সরকার৷
এদিন জাতীয় উদ্দেশ্য ভাষণে তিনি জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়তে লড়তে ভারত এখন আনলক ২-এ প্রবেশ করছে৷ আনলক ১ শুরু হওয়ার পর মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিয়ে কিছুটা গাফিলতি দেখা গিয়েছে। বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভাল। সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত- যেমন লকডাউন, জেরে কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।'
প্রধানমন্ত্রী বলেন এতো বড়ো দেশে কেউ জেন না খেতে পেয়ে মারা না যায়, আমরা চাই প্রতিটি বাড়িতে উনুন জ্বলুক, আর সেই কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct