পাকিস্তানি পাইলটের সন্দেহজনক লাইসেন্স থাকতে পারে বলে খবর প্রকাশ হওয়ায় সেখানকার পাইলটদের ওপর নিষেধাজ্ঞা জারি করল ভিয়েতনামের বিমান চলাচল কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন ভিয়েতনামের স্থানীয় বিমান সংস্থাগুলোতে কাজ করা সব পাকিস্তানি পাইলট।নিষেধাজ্ঞা সংক্রান্ত বিবৃতিতে ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামী এয়ারলাইন্স থেকে সব পাকিস্তানি পাইলটদের স্থগিতাদেশ দেওয়া হয়েছে।এই স্থগিতাদেশ ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছে এসব পাইলটদের প্রোফাইল পর্যালোচনার জন্য। তারা জানায়, ভিয়েতনামে ২৭ পাকিস্তানি পাইলটকে লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন কর্মরত রয়েছেন। বাকি ১৫ জন পাইলটের হয় চুক্তি শেষ হয়ে গিয়েছে নইলে করোনার কারণে তারা নিস্ক্রিয় রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct