লাদাখের গালওয়ান উপতক্যায় ভারত-চীন সংঘর্ষের জেরে কলকাতা আসা চীনের কোনও নাগরিককেই ঘরভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি হোটেল। গত ১৫ জুন এক কর্ণেলসহ ২০ জন ভারতীয় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনার পরই দেশজুড়ে বিক্ষোভে সামিল হয় সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলগুলি। চীনা রাষ্ট্রপতি শি জিনপিং’এর কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি গোটা দেশ জুড়েই চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। এমন এক পরিস্থিতিতে কলকাতার হোটেল মালিকগুলি চীনা অতিথিদের স্বাগত না জানানোর সিদ্ধান্ত নিয়েছে।কলকাতার নিউমার্কেট, লিন্ডসে স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, পার্ক স্ট্রিট চত্বরে রয়েছে একাধিক ছোট-বড় হাসপাতাল। কলকাতা শহরে ঘুরতে এলে বহু বিদেশি এই সব হোটেলে থাকতেই বেশি পছন্দ করেন। কিন্তু এবার চীনাদের জন্য বেশ কয়েকটি হোটেল ও লঞ্জের দরজা বন্ধ হয়ে গেল।ইতিমধ্যেই পার্ক ইন, গ্রীণ ভিউ, হোটেল বেঙ্গল, প্রেসিডেন্সি ইনসহ বেশ কয়েকটি হোটেলের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ বোর্ড। যেখানে সাদা কাগজে ইংরেজিতে বড় বড় করে লেখা ‘চাইনিজ বোর্ডারস আর নট অ্যালাউড।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct