সামনেই ২১ জুলাই, দিনটিকে তৃণমূল কংগ্রেস শহিদ দিবসে হিসাবে পালন করে থাকেন। ওই দিন শহিদ দিবসে উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন হয়ে থাকে। তবে স্বাভাবিক ভাবে করোনা পরিস্থিতির জন্য শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবছর ২১ জুলাইয়ের শহিদ স্মরণ সভা হচ্ছে না। এর মধ্যে ২১ জুলাই পালন হবে কিভাবে তা ঠিক করতে ৩ জুলাই ভারচুয়াল বৈঠকে বসছে তৃণমূল। সেই বৈঠকে থাকবেন দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মন্ত্রী, জেলা সভাপতিরা। তাঁদের থেকে ২১ জুলাইয়ের জন সমাবেশের বদলে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রেখে কী কর্মসূচি গ্রহণ করা যায় তা জানতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া বাংলার বুকে ২০২১ এর বিধানসভা ভোটে বিজেপিকে রুখতে রণকৌশল কী হবে, তা নিয়েও কথা হবে এই ভার্চুয়াল বৈঠকে।
ইতিমধ্যেই একের পর এক ভার্চুয়াল জনসভা করে রাজ্যের শাসকদলকে চাপে রেখেছে বিজেপি। তৃণমূল সূত্রে খবর, ২১ জুলাই ‘সোজা বাংলায় বলছি’ নামে একটি কর্মসূচি শুরু করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র খবর এই অভিযানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনকে। বিজেপির মতো করে ভার্চুয়াল শহিদ স্মরণ সভা করবেন? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct