এবার আর ফিনল্যান্ড থেকে নয়, ভারতে তৈরি হচ্ছে নোকিয়া ফোন। অনেকের মতে, এতে কমতে পারে ফোনের দাম।আগামী জুলাই মাসে বাজারে আসবে ফোনটি। আগেই নোকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ভারতে কারখানা খুলেছে। সেই কারখানায় উৎপাদনও শুরু হয়েছে। সম্প্রতি মেড ইন ইন্ডিয়া ট্যাগযুক্ত নোকিয়া ৫.৩ ভারতের বাজারে বিক্রির কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ভারতে তৈরি নোকিয়া ফোন দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটানসহ এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বাজারে বিক্রি করা হবে। ভারতে ফোনের উৎপাদন খরচ কম হওয়াতে নোকিয়া ফোনের দাম কিছুটা কমবে। বর্তমানে চীন, ফিনল্যান্ড, ইউরোপ ছাড়াও বেশ কিছু দেশে নোকিয়া তাদের ফোন উৎপাদন করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct