পিএসজি মহাতারকা নেইমার ও রাশিয়া বিশ্বকাপের চমক কাইলিয়ান এমবাপ্পেকে পাওয়া যাবে না। তাই রিয়াল তৃতীয় পছন্দের এডেন হ্যাজার্ডকে এখন এক নম্বর ‘পছন্দ’ বানিয়েছে। চেলসির এই বেলজিয়ান মিডফিল্ডার/ফরোয়ার্ডকে কিনতে মরিয়া রিয়াল। কিন্তু এই হ্যাজার্ড-স্বপ্ন পূরণ করতে হলে রিয়ালকে গড়তে হবে ট্রান্সফার চুক্তির নতুন বিশ্ব রেকর্ড। হ্যাজার্ডের জন্য যে প্রায় ২২৫ মিলিয়ন পাউন্ড চাইছে চেলসি!
২২৫ মিলিয়নের আগে ‘প্রায়’ শব্দটা যুক্তিসংগতই। আসলে হ্যাজার্ডের জন্য চেলসি নিজেদের চাহিদার অঙ্কটা কষেছে ব্রিটিশ পাউন্ডে।স্পেনের সংবাদমাধ্যমগুলির খবর, হ্যাজার্ডের জন্য ২০০ মিলিয়ন পাউন্ড চাইছে চেলসি। ইউরোয় রুপান্তর করলে অঙ্কটা ২৪.৭৪ মিলিয়ন।মানে চেলসির এই চাওয়া মেনে রিয়াল হ্যাজার্ডের সঙ্গে চুক্তি করলে, সেটি বিশ্ব রেকর্ডই হবে।
বর্তমানে ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ডটি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের দখলে। গত মৌসুমে বার্সেলোনা থেকে পিএসজি তাকে কিনে নিয়েছে ২২২ মিলিয়ন ইউরোয়।হ্যাজার্ডের জন্য চেলসি তার চেয়েও ২.৭৪ মিলিয়ন ইউরো বেশি চাইছে। আগ্রহী রিয়ালের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে, ‘হ্যাজার্ডকে নিতে চাও, ২০০ পাউন্ড গুন।’
২৭ বছর বয়সী হ্যাজার্ড অনেক আগে থেকেই রিয়ালের রাডারে। রিয়ালের প্রাক্তন কোচ জিনেদিন জিদানের পছন্দের পাত্র ছিলেন তিনি।গত জানুয়ারিতেই হ্যাজার্ডকে দলে নিতে চেয়েছিলেন জিদান। শৈশরে আদর্শ জিদানের ডাকে সারা দিয়ে হ্যাজার্ডও রিয়ালে যাওয়ার জন্য এক পায়ে খাড়া ছিলেন।কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটা হয়নি।
শুধু হ্যাজার্ডকে নয়। চেলসির আরও দুজনকে কেনার জন্য প্রস্তাব তৈরি করেছে রিয়াল।হ্যাজার্ডের স্বদেশি, গোলরক্ষক থিবো কুর্তোয়া ও ব্রাজিলিয়ান উইঙ্গারের উইলিয়ানের জন্য রিয়াল নাকি যৌথভাবে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব তৈরি করেছে।এখন শুধু আলাদা আলাদাভাবে করা প্রস্তাব দুটি চেলসির দরবারে পাঠিয়ে দেওয়ার অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct