এবার থেকে বাংলাদেশে প্রবেশের জন্য প্রয়োজন হবে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট। দেশে প্রবেশের ৭১ ঘণ্টা আগে করোনা আক্রান্ত নন এমন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। গত ১৬ জুন থেকে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিকে এমন নির্দেশ জারি করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই সার্কুলার পৌঁছে যায়। বিবেচক বলেছে, ১৬ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোর শিডিউল কোনো প্যাসেঞ্জার ফ্লাইট বাংলাদেশে আসবে না। তবে বিশেষ ফ্লাইট (চার্টার) ও কার্গো ফ্লাইট আসতে পারবে। এসব দেশ ছাড়া অন্য দেশের প্যাসেঞ্জার ফ্লাইট এবং এসব দেশ থেকে আসা বিশেষ ফ্লাইটে যারা দেশে ফিরবেন তাদের করোনা টেস্টের ফলাফল এবং সার্টিফিকেট আনা বাধ্যতামূলক। শুধু তাই নয়, ফলাফল নেগেটিভ আসতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct