ভারতের সঙ্গে চীনের সংঘাতের মধ্যেই রাশিয়া গিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শোনা যাচ্ছে অস্ত্র কেনার বিষয়ে কথা হবে সেখানে। অন্যদিকে আমেরিকা থেকেও অস্ত্র কিনতে চলেছে ভারত। তৎপরতার সঙ্গে চলছে অস্ত্র কেনার কাজ। অস্ত্র কিনতে ভারতীয় সেনাকে বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। সেই অর্থ দিয়েই আমেরিকা থেকে কেনা হচ্ছে বিশেষ কামান। এম-৭৭৭ হাউইটজার গান কিনতে চলেছে ভারত। ইস্টার্ন লাদাখ সেক্টরে বসানোর জন্য ওই সব কামান কেনা হচ্ছে। এর আগে বালাকোট এয়ারস্ট্রাইকের পর এই কামানের অর্ডার দেওয়া হয়েছিল। এবার সেটাই সংখ্যায় আরও বাড়ানো হচ্ছে। এই কামানের নিশানা একেবারে নিখুঁত। ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে অব্যর্থভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে এই অস্ত্র। ভারত সীমান্তে কঠিন পরিস্থিতি। ২০ জওয়ান শহিদ হওয়ার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত। কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে দিল্লিতে চলছে দফায় দফায় বৈঠক। এরই মধ্যে চীনের উদ্বেগ আরও বাড়িয়ে প্রচুর অস্ত্র কেনার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে ভারত সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct