করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। গত ২৪ মে থেকে করোনা সংক্রমণে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ অর্থাত্ বুধবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যাটাক হয়। তারপর মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬০ বছর।
বুধবার সকালে তমোনাশের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন। ট্যুইটে তিনি জানিয়েছেন, 'খুব, খুব দুঃখিত। ফলতার তিনবারের বিধায়ক ও ১৯৯৮ সাল থেকে দলের কোষাধ্যক্ষ আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। গত ৩৫ বছর ধরে তিনি দল ও মানুষের কাজে একনিষ্ঠ ছিলেন। সামাজিক কাজের ক্ষেত্রেও তাঁর প্রচুর অবদান রয়েছে।'
মমতা আরও জানিয়েছেন, 'আমাদের সবার তরফ থেকে তাঁর স্ত্রী ঝর্না, দুই কন্যা ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানাই।'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct